করোনা ক্রান্তি লগ্নে সাধারন মানুষ

বাকেরগঞ্জ প্রতিনিধি:::
করোনা যেন মানুষকে ঠেলে দিয়েছে তার অসহায়ত্বের দ্বার প্রান্তে। সাধারন মানুষজন দু-বেলা দুমুঠো খাবারের অন্বেষনে ব্যাকুল হয়ে পড়েছে। গত বছর অনেক কষ্টে প্রায় ৯ মাস করোনার থাবা কেড়ে নিয়েছে তাদের সাধারন নিম্ন জীবনমান। কিন্তু তারা ভেবেছিল ২০২১ সাল হয়তবা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করবে। কিন্তু কি হল ? হল অতীতের চেয়েও আরো শক্তিশালী আরো বেগবান। এখন সাধারন মানুষরা কী করে তাদের অতীতের ক্ষতিপূরন ও চাহিদা মিটাবে বর্তমানেইতো তারা হয়ে গেছে অসহায়। গ্রামের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা আছেন অনেক বড় বিপাকে। তাদের দু-বেলা দুমুঠো অন্ন জোগাড় করতে হিমসিম খেয়ে যাচ্ছে। আমাদের বাকেরগঞ্জ উপজেলার যারা নিম্নবিত্ত মানুষ আছেন তারা এখন দিন দিন অসহায় হয়ে পড়ছে। করোনার থাবা যদি আরো দীর্ঘায়িত হয়ে যায়, তবে অসহায় মানুষরা ছেলে মেয়েদের নিয়ে অনাহারে দিনাতিপাত করবে। আমরা সবাই দেখেছি আওয়ামী লীগ সরকার গত বছর যথাসাধ্য চেষ্টা করেছে সাধারন মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু আমরা সবাই চাই এই বছরও যেন সরকার তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাধারন খেটে খাওয়া মানুষরা জোড়ালোভাবে অনুরোধ করেছেন, যাতে অঞ্চলভিত্তিক যারা বিত্তশালী আছেন তারাও যেন সরকারের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাহলেও অনেক খেটে খাওয়া মানুষরা অনেক উপকৃত হবে। সাধারন মানুষদের আশা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তারা তাদের কাজে ফিরে যেতে পারবেন।