কোভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় চিতলমারী থানা পুলিশের আয়োজনে সচেতনতা
২৪ ঘন্টা বার্তা
প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার // সাগর মন্ডল::বাগেরহাটে চিতলমারী থানার আয়োজনে ২য় ধাপে কোভিড-১৯ মোকাবেলায় সাধারণ জনগণকে সচেতন ও বিভিন্ন গাড়ীর চালক ও যাত্রীদের মাস্ক বিতরন করা হয়।আজ (৪ এপ্রিল ) সকাল সাড়ে দশ টার সময় থানার সদর বাজার সহ বিভিন্ন এলাকায় “মাস্ক পড়ার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে চিতলমারী থানা পুলিশ।এসময় সদর বাজার এর সামনে চিতলমারী থানা পুলিশের আয়োজনে এ মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাত্রীদেরকে চলার জন্য নির্দেশনাবলী দেওয়া হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মীর শরিফুল হক ।