দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবকের মৃত্যুদণ্ডের রায়

অনলাইন ডেস্ক:: পাকিস্তানে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে মৃত্যুদ- দিয়েছে আদালত। শনিবার পূর্ব লাহোরের একটি বিশেষ আদালত আবিদ মেহলি এবং শফকাত আলীকে মৃত্যুদ-ের রায় দিয়েছে। তাদের বিরুদ্ধে দলবেঁধে ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসবাদের অভিযোগে আনা হয়েছিল। লিখিত রায়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দলগত ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসবাদের অপরাধে আবিদ মালহি ও শাফকাত হুসেইন দোষী সাব্যস্ত হয়েছেন। মৃত্যুদ-াদেশ পাওয়া এই দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- ও জরিমানার শাস্তি দেয়ার পাশপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তির নির্দেশও দেয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানি বংশোদ্ভূত ফরাসি এক নারীকে গাড়ি থেকে জোর করে ধরে নিয়ে সন্তানদের সামনে ধর্ষণ ও ডাকাতি করেছিল তারা। সে সময় ধর্ষণের শিকার ওই নারীকে দায়ী করে এক পুলিশ কর্মকর্তার মন্তব্যে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।